৫৭০
খৃস্টাব্দ :
জন্ম
৫৭৬
:
এতিম
হন,
তার
দাদার কাছে বড় হন,
এবং
তিনি মারা যাবার পর তার চাচা
তাকে দেখাশুনা করেন।
৫৯৫
:
তাঁর
চেয়ে পনের বছরের বড়,
একজন
ডিভোর্সী নারী খাদিজাকে তিনি
বিয়ে করেন।
৬০৫
:
তিনি
মক্কাবাসীদের চাঁদ মন্দিরকে
কাবার আকৃতি দেন,
তার
ছাদ পুনর্নির্মাণ করতে সাহায্য
করেন,
তখন
থেকে কাবাকে কাবা ডাকা হয়
যার অর্থ 'চতুর্মাত্রিক'।
৬১০
:
মৃগীরোগের
কারণে এবং তিনি বিশ্বাস করা
শুরু করেন আল্লাহ তাঁর সাথে
কথা বলছে।
৬১৩
:
সালে
তিনি আল্লাহর কাছ থেকে প্রেরিত
আয়াত নিয়ে জনসমক্ষে আসেন।
৬১৫
:
মক্কাবাসীদের
সাথে ধর্মীয় দ্বন্দ্ব,
ফলে
তাঁর কিছু অনুসারী আবিসিনিয়ায়
চলে যেতে বাধ্য হয়।
৬১৬
:
সালে
মক্কাবাসীরা মুহাম্মদ ও তাঁর
অনুসারীদের উপর অর্থনৈতিক
ও সামাজিক বয়কট আরোপ করে.
৬১৯
:
খাদিজা
মারা যান। তিনি ছয় বছর বয়সী
আয়েশাকে বিয়ে করেন,
তিনি
প্রচার করা শুরু করেন তাঁকে
স্বর্গে নিয়ে যাওয়া হয়েছে
এবং আল্লাহর সাথে তাঁর দেখাসাক্ষাৎ
হয়েছে। সেখান থেকে তিনি তাঁর
অনুসারীদের জন্য দিনে পাঁচবার
প্রার্থনা করার নির্দেশ নিয়ে
আসেন।
৬২২
:
সালে
যারা তাঁকে 'আল্লাহর
মনোনীত'
হিসেবে
গ্রহণ করতে অস্বীকার করে তাদের
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মক্কায়
পরিস্তিতি খারাপ হওয়ায়
তিনি ইয়াছরিব (মদিনা)
পালিয়ে
যান,
সেখানে
একটি মসজিদ নির্মাণ করেন এবং
তাঁর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ
করার জন্য বাহিনী গঠন করেন;
এরপর
আয়েশাকে ঘরে তুলে নেন।
৬২৩
:
সালে
তিনি মক্কার বিভিন্ন কাফেলার
উপর আক্রমণ শুরু করেন।
৬২৪
:
বদরের
যুদ্ধ;
কবি-সমালোচকদের
হত্যা শুরু করেন। ইয়াছরিবের
ইহুদিদের গণহত্যা শুরু করেন,
কায়কা
থেকে ইহুদিদের বহিষ্কার এবং
তাদের সম্পত্তি বাজেয়াপ্ত
করেন।
৬২৫
:
উহুদের
যুদ্ধ;
নাদির
(বা
নযীর)
গোত্রের
ইহুদিদের বহিষ্কার এবং তাদের
সম্পত্তি বাজেয়াপ্ত করেন
।
৬২৭
:
খন্দকের
যুদ্ধ;
বনু
কুরাইজার ইহুদিদের গণহত্যা
করেন ।
৬২৮
:
হুদাইবিয়ার
চুক্তি সম্পাদিত হয়;
খাইবার
বিজয়।
৬২৯
:
মক্কায়
পলিথিয়েস্ট আচার-অনুষ্ঠানকে
অব্রাহামের চর্চা বলে রিব্রান্ড
করেন।
৬৩০
:
মক্কার
বিজয়;
হুনাইনের
যুদ্ধ;
তায়েফ
বিজয়;
তাবুকে
অভিযান।
৬৩১
:
তায়েফবাসীর
আত্মসমর্পণ।
৬৩২
:
মক্কায়
শেষ হজ্ব পালন,
পলিথিয়েস্টদের
আরাফাত,
মুজদালিফা
ও মিনায় পলিথিয়েস্টদের
সূর্যদেবতার পুজাকে আব্রাহামিক
ধর্মের রীতি বলে ইসলামে সংযোজন
করেন।
৬৩২
:
মুহাম্মদ
মৃত্যুবরণ করেন।